কলকাতা : রত্না চট্টোপাধ্যায়কে দলের কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ তৃণমূলের।সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩১ নং ওয়ার্ডের কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ।১৩১ নং ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছিলেন রত্না।শোভন চট্টোপাধ্যায় বিজেপি-তে যাওয়ার পর দায়িত্বে ছিলেন।
তাঁর কার্যকলাপে সন্তুষ্ট নয় দল, খবর সূত্রের।দলের অসন্তুষ্টির প্রসঙ্গ মানতে নারাজ রত্না ।অভিযোগ অস্বীকার করে রত্না জানিয়েছেন, ‘১৩১ নং ওয়ার্ডের সভাপতি খোকন গায়েন।ওয়ার্ডের কাজকর্ম তিনি সামলান।’
রত্না চট্টোপাধ্যায়ের দায়িত্ব থেকে অপসারণে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু।তাঁর ফেরার পথ প্রশস্ত করতেই কি সরানো হল রত্নাকে? জল্পনা সংশ্লিষ্ট মহলে।


উল্লেখ্য, এবারের ভাইফোঁটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শোভন। ২১ জুলাইয়ের সমাবেশ থেকেও তৃণমূল নেত্রী বার্তা দিয়েছিলেন যে, যাঁরা ভুল করে অন্য দলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন।