হাওড়া: কলকাতার বাইরে থেকে দক্ষিণেশ্বর মন্দির কিংবা বিমান বন্দর যেতে অন্যতম ভরসা বালি ব্রিজ। কিন্তু সেই ব্যস্ত ব্রিজই দীর্ঘদিন বেহাল। যানবাহনের চাপ ফাটল ধরিয়েছে সেতুর বিভিন্ন জায়গায়। যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা।
এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে বালি ব্রিজে মেরামতি শুরু করছে পূর্ত দফতর। হাওড়া ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে,
আগামী তিন মাস বন্ধ থাকবে দক্ষিণেশ্বরগামী লেনটি। ওই লেনের গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে খোলা থাকবে দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার লেনটি।
মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বরগামী লেনটি বন্ধ রেখে, বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করার মহড়াও সেরে নেন বালি ট্রাফিক গার্ডের পদস্থ আধিকারিকরা।  ২০০৭ সালে নিবেদিতা সেতু তৈরির পর বালি ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলা নিষিদ্ধ। ছোট গাড়ির পাশাপাশি চলে প্রচুর বাস, অটো৷
তা সত্বেও কেন দীর্ঘদিন বেহাল এই সেতু?
ব্রিজের লোহার কাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ব রেলের৷ আর রাস্তা সারাইয়ের দায়িত্ব পূর্ত দফতরের৷ অভিযোগ, দুই বিভাগের টানাপোড়েনের শিকার এই সেতু।