বালুরঘাট: একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে অন্য একজনের আধার-লিঙ্ক। দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ‘গায়েব’। ব্যাঙ্ক সূত্রে দাবি, টাকা তোলা হয়েছে সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে।
বালুরঘাটের পতিরামের বাসিন্দা বছর ৫৫-র সাইকেল ব্যবসায়ী সুজিত সরকারের দাবি, মাস তিনেক আগে স্থানীয় এসবিআই-এর শাখায় তিনি এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখেন। গত সোমবার ওই অ্যাকাউন্টে আরও পাঁচ হাজার টাকা জমা দেন। সেদিনই পাসবুক আপডেট করতে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ! ওই ব্যবসায়ীর দাবি, তিনি আধার লিঙ্ক না করলেও, অন্য কারও আধার নম্বর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। এরপর তাঁর ওই অ্যাকউন্ট থেকে ১ লক্ষ তিরিশ হাজার টাকা বেমালুম গায়েব হয়ে গিয়েছে। টাকা তোলা হয়েছে তিন মাসে ২৯ বার!
ওই ব্যবসায়ীর দাবি, কীভাবে এমনটা ঘটল তা নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরই, বুধবার তিনি বালুরঘাট থানা, জেলার পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এই অভিযোগের প্রেক্ষিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। তবে, ব্যাঙ্ক সূত্রে দাবি, টাকা তোলা হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। কিন্তু কে তুললেন সেই টাকা? একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্যের আধার নম্বর লিঙ্ক হল কী করে? তা হলে সাধার মানুষের টাকার নিরাপত্তা কোথায়? প্রশ্ন অভিযোগকারীর।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
অন্যের আধার নম্বর যোগের অভিযোগ, বালুরঘাটের ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ১.৩০ লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2017 10:46 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -