সমীরণ পাল, বনগাঁ: তৃণমূল নেতা গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল সমর্থকদের। তৃণমূল নেতার গ্রেফতারের প্রতিবাদে বনগাঁ বাটার মোড়ে অবরোধ শুরু করেন সমর্থকরা। শুধু তাইই নয়, তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনার প্রতিবাদে এদিন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, তাঁদের নেতা বনগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি প্রশান্ত অধিকারীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। আর এর প্রতিবাদেই তৃণমূল সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পুলিশ কেন প্রশান্ত অধিকারীকে বিনা কারণে গ্রেফতার করেছে, তা জানতে চেয়ে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। পরবর্তীতে যশোর রোডের উপরে বাটার মোড়ে টোটো রাস্তায় দাঁড় করিয়ে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এখনো অবরোধ চলছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রশান্ত এলাকায় ভালো ছেলে বলে পরিচিত। তৃণমূল কংগ্রেসের বাস ও টোটো, অটো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এছাড়াও এলাকায় বিভিন্ন সমাজেসবামূলক সংগঠনের সঙ্গেও জড়িয়ে প্রশান্ত, এমনই জানা গিয়েছে। এমন একটা ছেলেকে কেন এভাবে পুলিশ তুলে আনল সেটাই প্রশ্ন বিক্ষোভকারীদের।
সূত্রের খবর, বুধবার রাত দশটা নাগাদ প্রশান্ত অধিকারীকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরই এলাকার তৃণমূল কর্মী সহ বাসিন্দারা বনগাঁ থানার সামনে এসে ভিড় করে৷ তারা গ্রেফতারের কারণ জানতে ও প্রশান্তকে ছাড়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা আবার পথেও নেমে আসেন। যশোর রোডের বাটার মোড়ের উপরে টোটো নিয়ে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রশান্ত অধিকারীকে নিঃশর্ত মুক্তি না দিলে অবরোধ চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।