বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মীদের সংখ্যা সাতাশশো। তাঁদের অভিযোগ, ২০১৭ থেকে বেতন বৃদ্ধি, বোনাস সহ একাধিক দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর পরেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।
একাধিক দাবিকে সামনে রেখে আজ থেকে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কর্মীরা। এর ফলে আটটি ইউনিটের কাজ স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। কলকাতায় সদর দফতরের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের।