বেপরোয়া মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত একই পরিবারের ৩ সদস্য-সহ ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 10:56 AM (IST)
বেপরোয়া মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। মালদার সামসির পথ দুর্ঘটনায় মৃত দুই মহিলা সহ ৪। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত ২।
সামসি: বেপরোয়া মোটরবাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ। মালদার সামসির পথ দুর্ঘটনায় মৃত দুই মহিলা সহ ৪। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আহত ২। গতকাল রাত ৯টা নাগাদ ৮১ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা একই পরিবারের পাঁচজন অটোতে চড়ে গাজোলে যাচ্ছিলেন। সেইসময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সহ দুই মহিলা অটো যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ১২ বছরের এক বালকের। আহত দু’ জন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।