উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বারাসতেও এবার ‘নীল তিমি’র ছায়া! ‘হাত কেটে’ মারণ-গেমের চূড়ান্ত পর্যায়ে স্কুলছাত্রী! স্কুলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা!
সেই একই কায়দা, সেই একই চ্যালেঞ্জ! ক্রমশ এগিয়ে যাওয়া মৃত্যুর মুখে! দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কাছ থেকে প্রধান শিক্ষিকা জানতে পারে ব্লু হোয়েলের নবম শ্রেণির দুই ছাত্রী ব্লু হোয়েল গেম খেলত। এরপরই পুলিশকে জানান প্রধান শিক্ষিকা।
বুধবার সন্ধেয় নবম শ্রেণির দুই ছাত্রীকে বারাসত থানায় কাউন্সেলিং করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এক ছাত্রী গেমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল! নিজের হাতও কেটেছিল সে! আরেক ছাত্রী সবে ব্লু হোয়েল খেলা শুরু করেছিল।
স্কুল পরিচলান সমিতির সভাপতি সুনীল মুখোপাধ্যায় বলেন, ১৪ ফোঁটা রক্ত দিতে হয়, ও ১২ ফোঁটা রক্ত দিয়েছিল। সপ্তম শ্রেণির এক ছাত্রী হাত ফুটো করেছে। কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পুলিশ। ছাত্রীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। সব মিলিয়ে ‘নীল তিমি’ নিয়ে আরও ঘনীভূত আশঙ্কার মেঘ!
বারাসতে ব্লু হোয়েলের ফাঁদে নবম শ্রেণির ২ ছাত্রী, পুলিশের কাউন্সেলিংয়ে বরাত জোরে রক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 09:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -