কলকাতা: নোট নিয়ে বিজেপির সঙ্গে লড়াইয়ে সিপিএম। পাঁচশো ও হাজার টাকার বাতিলের কথা ঘোষণার ঠিক আগে কোথা থেকে ব্যাঙ্কে ৩ কোটি জমা দিল বিজেপি? প্রশ্ন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীদের। বৈধ বলেই ব্যাঙ্কে লেনদেন, পাল্টা দাবি বিজেপির
মাত্র চার ঘণ্টার নোটিসে পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। দেশজুড়ে এনিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। আর নোট-বিতর্কে এই চাপানউতোরের মাঝে এবার রাজ্য বিজেপির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলল সিপিএম।
সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, এক থেকে আট তারিখের মধ্যে তিন দফায় তিন কোটি টাকা জমা করেছে বিজেপি। বলেন, ওরা জানত বলে আগেই জমা করেছে। সূর্যকান্ত মিশ্রর আগে বিধানসভায় এই অভিযোগে সরব হন সুজন চক্রবর্তীও।
বিজেপির রাজ্য সভাপতি অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মোদীর নোট বাতিলের ঘোষণার ঠিক আগে রাজ্য বিজেপির টাকা জমা দেওয়াটা নেহাতই কাকতালীয়।
মোদীর নোট বাতিলের ঘোষণার ঠিক আগে রাজ্য বিজেপির অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা দেওয়া নিয়ে তদন্তও দাবি করছে সিপিএম। সূর্যকান্ত মিশ্র বলেন, অমিত শাহর কাছে জানতে চাইছি, প্রত্যেক সপ্তাহে এত টাকা পড়লে তো সারা বছরে দেড়শো কোটি টাকা পড়বে! রিজার্ভ ব্যাঙ্কের খতিয়ে দেখা উচিত। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। সব মিলিয়ে তিন কোটি নিয়ে এখন তুঙ্গে সিপিএম-বিজেপি তরজা।
নোট বাতিল ঘোষণার আগেই ব্যাঙ্কে ৩ কোটি টাকা জমা ! অভিযোগ সিপিএমের, খারিজ রাজ্য বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2016 08:27 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -