দার্জিলিং, উঃ দিনাজপুর, মালদা, বর্ধমান: কলকাতার মত ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল নিয়ে অশান্তি জেলাগুলিতেও।
শিলিগুড়িতে বাতিল নোট বদলের ফর্ম নিয়ে কালোবাজারির অভিযোগ। ব্যাঙ্কের সামনে জেরক্সের দোকানেই মিলছে বাতিল নোট বদলের ফর্ম। পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
নোট বদল করা নিয়ে শিলিগুড়িতে ব্যাঙ্ক খুলতেই হুড়োহুড়ি। পিছন থেকে ভিড়ের চাপে ছিটকে গেলেন প্রথমে লাইনে দাঁড়ানো গ্রাহকরা। পুলিশের নজরদারি না থাকায় অব্যবস্থার অভিযোগ ভুক্তভোগীদের।
হাওড়া
হাওড়াতেও নোট বদল ঘিরে অশান্তির ছবি। শিবপুরের ব্যাতাইতলায় রাষ্ট্রায়ত ব্যাঙ্কে ঢোকার জন্য হুড়োহুড়ি। এ নিয়ে শুরু হয় বচসা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একইভাবে ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন চোখে পড়েছে উত্তর দিনাজপুর, মালদা ও বর্ধমানে। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে এসবিআই ব্যাঙ্কের সামনে লম্বা লাইনের সুযোগে চলে পকেটমারির চেষ্টা। তবে শেষরক্ষা হয়নি। লাইনে দাঁড়ানো এক ব্যক্তির পকেট থেকে ৩ হাজার টাকা তুলে নিতে গিয়ে ধরা পড়ে যায় ১ পকেটমার। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
নোট বাতিলের জের: জেলায় বিক্ষিপ্ত অশান্তি, লাইনে বচসা, ধাক্কাধাক্কি হাওড়া-শিলিগুড়িতে
ABP Ananda, Web Desk
Updated at:
10 Nov 2016 11:46 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -