কলকাতা: ধাক্কা খেল রাজ্য বিজেপি। দলের বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক দীপ্তাংশু চৌধুরী যোগ দিলেন তৃণমূলে। গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সেনা অফিসার দীপ্তাংশু চৌধুরী। ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন। পরে বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক পদে নিযুক্ত হন। শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন।
দীপ্তাংশু চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে সামিল হতে চান তিনি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য দীপ্তাংশু চৌধুরীর দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, দীপ্তাংশু চৌধুরীর সাংগঠনিক দক্ষতা নেই। তাই তার দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।
তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2017 01:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -