কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা ভোট। আগামীকাল ৩ দিনের সফরে রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। একুশের ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতেই তাঁর এই সফর।


আগামীকাল রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা উপ নির্বাচন কমিশনারের। বিভিন্ন জেলার পুলিশ রিপোর্ট ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট পর্যালোচনা করবেন তিনি।


বৃহস্পতিবার প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান ও মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক। এরপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও বৈঠক করার কথা উপ নির্বাচন কমিশনারের। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা।


এরপর শুক্রবার মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের জেলাশাসক, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, শিলিগুড়িতে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।


ইতিমধ্যেই, রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই ভোটার তালিকা সংশোধন নিয়েই গত ৩ তারিখ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে আলাদাভাবে অভিযোগ জানিয়ে আসে বাম এবং বিজেপির প্রতিনিধিদল।


রবীন দেব সহ বাম প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের দফতরে যায়। সূত্রের খবর, বামেদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলেও অনেক জায়গাতেই তদারককারী ব্লক লেভেল অফিসারদের দেখা মিলছে না।


এরপর ওইদিনই সন্ধে ৬টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় বিজেপির প্রতিনিধিদল। বিজেপি ভোটকর্মী হিসেবে সরকারি কর্মচারীদের একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কয়েকটি জেলার মহকুমা শাসকদের কাজ নিয়েও অভিযোগ জানিয়েছে বলে সূত্রের খবর।


প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ১৮ নভেম্বর। আজ তার শেষ দিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি।