পূর্ব মেদিনীপুর: শুভেন্দুর ইস্তফার পরেই কাঁথির অধিকারী গড়ে দু’ দুটি পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল।


শুভেন্দু মন্ত্রীত্ব ছাড়ার পর, কাঁথির রূপশ্রী বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির অফিস ও কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়।


দুটি অফিসের বাইরে লেখা হয় শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র। ওই দুটি কার্যালয় পুনরুদ্ধার করে আজ সকালে ফের নীল-সাদা রং করে দেন তৃণমূল কর্মীরা। লাগানো হয় দলীয় পতাকা।


সেই সময় শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডা বলেছিলেন, ত্যাগের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে গেরুয়া রঙকে। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সৌজন্যে আজ থেকে সাধারণ মানুষের জন্য খোলা হল সহায়তা কেন্দ্র।


এই নিয়ে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অখিল গিরি বলেছিলেন, দলীয় নির্দেশ মেনে আমরা কর্মসূচি করছি। কে বা কারা পার্টি অফিসের রং বদল করছে খোঁজ নিয়ে দেখব।


আজ কার্যালয় পুনরুদ্ধার নিয়েও শুরু রাজনৈতিক চাপানউতোর। বহিষ্কৃত তৃণমূল নেতা, শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডার দাবি, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, জোর করে পার্টি অফিস দখল করায় জনরোষ তৈরি হয়। তাই সাধারণ মানুষের ইচ্ছাতেই পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে।


তৃণমূল বনাম শুভেন্দু অনুগামীদের পার্টি অফিস কাড়াকাড়ি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।


চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী! তবে শুভেন্দু বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগেই পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় দাদার অনুগামীদের অফিসে উড়ল বিজেপির পতাকা।


মাত্র কিছুদিন আগেই হেঁড়িয়া বাসস্ট্যান্ডে তৃণমূলে পার্টি অফিস থেকে কিছুটা দূরে এই অফিস তৈরি হয়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, বুধবার সকালে দাদার অনুগামীদের অফিসের মাথায় উড়ছে পদ্মফুলের পতাকা।


গত ২৭ নভেম্বর শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর খেজুরি বিধানসভা এলাকায় তৃণমূলের ৬টি পার্টি অফিসে পদ্মফুল পতাকা ওড়ানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। পরে অবশ্য সবকটি পার্টি অফিস পুনর্দখল করা হয়েছে বলে দাবি করে তৃণমূল।