পশ্চিম বর্ধমান ও কলকাতা: তৃণমূলের বিদ্রোহী সাংসদ সুনীল মণ্ডলের কাঁকসার বাড়ির সামনে ছেঁড়া হল শুভেন্দুর সমর্থনে লাগানো পোস্টার। গতকাল পোস্টার লাগানো হয়। এরপর সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠক করেন শুভেন্দু সহ তৃণমূলের বিদ্রোহী সাংসদ-বিধায়করা।


আজ সকালে দেখা যায়, পোস্টারে শুভেন্দুর ছবি দেওয়া অংশটি ছেঁড়া।এনিয়ে সুনীল মণ্ডলের কটাক্ষ, যত ছিঁড়বে, ততই বাড়বে বিরোধিতা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


এদিকে, বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কলকাতায় শুভেন্দুর বাড়ির সামনে মমতা-অভিষেকের ছবি সহ হোর্ডিং।


সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে ওই হোর্ডিংয়ের পাশে আলাদা হোর্ডিংয়ে লেখা, সম্মান-অসম্মান। যে দল গোটা পরিবারকে বহুরকম পদ দিল, ক্ষমতা দিল, উচ্চতা দিল তারা? নাকি নারদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে যারা গ্রেফতার চেয়ে পায়ে সিবিআই-ইডির শিকল পরিয়ে দিল তারা? আসল কারণটা কী?


অন্যদিকে, বিধায়ক পদে শুভেন্দুর ইস্তফার পরের দিনই জলপাইগুড়ির মালবাজারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পোস্টার। মালবাজার পুর এলাকার ৬টি জায়গায় এদিন দুই নেতার ছবি দেওয়া পোস্টার দেখা যায়।


কোথাও পোস্টারে লেখা, দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কোথাও লেখা, সততার প্রতীক রাজীব বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
তৃণমূলের দাবি, গোটাটাই বিজেপির চক্রান্ত। পাল্টা বিজেপির কটাক্ষ, সত্য প্রকাশ হয়ে পড়ায় সম্মান রক্ষার চেষ্টায় মিথ্যা দোষ চাপাচ্ছে শাসকদল।