কলকাতা: অসুস্থ হয়ে মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি কেশরীনাথ ত্রিপাঠী। নাক দিয়ে রক্তক্ষরণের সমস্যা রয়েছে তাঁর। তবে রাজ্যপালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজভবন সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎ রাজ্যপালের নাক থেকে রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
৪ সদস্যের মেডিক্যাল বোর্ড রাজ্যপালের চিকিৎসা শুরু করে। হাসপাতাল সূত্রে খবর, দুপুর সোয়া ১২টা নাগাদ, ফের নাক থেকে রক্ষক্ষরণ হয় কেশরীনাথ ত্রিপাঠীর।
এরপরে রাজ্যপালকে স্থানাস্তরিত করা হয় আইসিইউয়ে। ৪ থেকে বেড়ে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিত্সা শুরু করে। করা হয় সিটি স্ক্যান। হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের সাইনাসে সংক্রমণ হয়েছে। সেই কারণেই রক্তক্ষরণ হচ্ছে।
রক্তক্ষরণ বন্ধ না হলে, অস্ত্রোপচারের সম্ভাবনার কথাও জানানো হয়েছে হাসপাতালের তরফে। তবে তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে, রবিবার সকালে ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরে সন্ধেয় তাঁকে দেখতে হাসপাতালে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় মিনিট দশেক হাসপাতালে ছিলেন তিনি। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে কেশরীনাথ ত্রিপাঠীকে দেখতে যান অন্যান্য দলের নেতানেত্রীরাও।
দিন কয়েক আগে গত ২৪ এপ্রিল কলকাতার গোর্কি সদনে এক অনুষ্ঠানে, মঞ্চে তারে পা জড়িয়ে পড়ে যান কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর চোখের পাশে আঘাত লাগে।
এরপর রবিবার নাক থেকে রক্তক্ষরণের জেরে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল। অন্যদিকে, সোমবার মন্ত্রী পদে চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাসের শপথ নেওয়ার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে।
নাক দিয়ে রক্তক্ষরণ, হাসপাতালে ভর্তি রাজ্যপাল, অবস্থা স্থিতিশীল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2017 09:57 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -