কলকাতা: সাধারণভাবে উচ্চমাধ্যমিকের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হয়। সূত্রের খবর, এবারও তাই হবে। কিন্তু নজির ভেঙে মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণার আগেই জানা গেল, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের নির্ঘণ্ট!
উচ্চ মাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৩০ মে অর্থাৎ, আগামী মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হবে। সকাল সাড়ে দশটা থেকে স্কুলগুলিকে সংসদের বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ।
যে সব ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলি হল-- http://wbresults.nic.in, www.exametc.com, www.knowyourresult.com, www.timesinternet.in, www.indiaresults.com, www.schools9.com, www.resultsout.com ও www.jagranjosh.com।
এসএমএসের মাধ্যমে ফল জানতে গেলে, আপনাকে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, ডব্লু বি টুয়েলভ। তারপর স্পেস দিয়ে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 58888, 5676750 বা 56263 নম্বরে। www.exametc.com- এ রোল নম্বর ও মোবাইল নম্বর প্রি রেজিস্টার করলে, বিনামূল্যে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। USSD--র মাধ্যমে ফল জানতে গেলে, মোবাইল ফোন থেকে ডায়াল করুন- *588#
গতবারের তুলনায় এবার দেরিতে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হয়েছিল ১৫-২৯ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। যদিও প্রশ্ন উঠছে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা হলেও, এখনও কেন মাধ্যমিকের ফল ঘোষণার নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না পর্ষদ?
সূত্রের খবর, উচ্চমাধ্যমিকের তিন দিন আগে অর্থাৎ আগামী শনিবার মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। কিন্তু তার আগে কেন ফলপ্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? কারণ, অধীনস্থ ১৩৬টি কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, অনার্স প্রথম বর্ষে কলেজভিত্তিক ভর্তির মেধাতালিকা ১৬ জুনের মধ্যে প্রকাশ করতে হবে।
২১ জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যা শেষ করতে হবে ২১ জুলাইয়ের মধ্যে। সূত্রের খবর, এই সময়সীমার কথা মাথায় রেখেই মাধ্যমিকের আগে ফলপ্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ৩০ মে, মাধ্যমিক সম্ভবত ২৭-ই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2017 08:31 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -