কলকাতা: প্রথমে নিম্নচাপ, পরে ঘূর্ণিঝড়, তারপর ফের নিম্নচাপ। আলোর উৎসবের আকাশে দুর্যোগের ঘনঘটা! শক্তি হারিয়ে কিয়ন্ত এখন নিম্নচাপ। জার জেরে সকাল থেকেই আকাশে কালো মেঘ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেক্ষা। যার জেরে কালীপুজোর দিনেও হতে পারে বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
রাত পোহালেই মাতৃ আরাধনা। আলোর উৎসব। বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করলেও উৎসাহে খামতি নেই। আগেভাগে ঠাকুর দেখতে এদিন থেকেই ভিড় বিভিন্ন মণ্ডপে। সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা, বৃষ্টিতে যেন না নিভে যায় দীপাবলির আলো।