কলকাতা: হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। কিন্তু তা কার্যত উপেক্ষা করে রামনবমীতে বাংলাজুড়ে অস্ত্রের ঝনঝনানি। কোথাও রাজনীতিকদের হাতে।
কোথাও আবার নাবালকদের হাতে অস্ত্র!
রবিবার কলকাতার মানিকতলা থেকে রামনবমীর মিছিলে অংশ নিয়ে মুকুল রায় দাবি করেন অস্ত্র মিছিল হচ্ছে না। তিনি বলেন, আমরা দায়িত্বশীল দল। অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে না। কিন্তু এই মিছিল শিয়ালদার কাছাকাছি আসতেই বেরিয়ে পড়ে তলোয়ার! কেউ অস্ত্র নিয়ে ছবি তোলেন। পরে সেই ব্যক্তিই আবার ক্যামেরা দেখে অস্ত্র লুকোনোর চেষ্টাও করেন। পুলিশের অনুমতি না থাকলেও, পশ্চিম বন্দর থানা এলাকায় তলোয়ারের মতো একাধিক অস্ত্র নিয়ে মিছিল করে একটি সংগঠন।
গত বছর অস্ত্র মিছিল করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু এবারও রামনবমীর দিন খড়গপুরে অস্ত্র হাতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে! রামনবমীতে এবার সবার নজর ছিল বীরভূমে। সেখানেও অস্ত্র হাতে দাপাদাপি! রামপুরহাটে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে পুলিশের সামনেই ত্রিশূল ধরেন লকেট চট্টোপাধ্যায়! অস্ত্র নিয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর গলায় সাফাইয়ের সুর! বলেন, ত্রিশূল কোনও অস্ত্র নয়।
সিউড়ির কড়িধ্যায় অস্ত্র হাতে নিয়ে মিছিল করতে আসেন হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন। কিন্তু উদ্যোক্তারা আপত্তি করলে অস্ত্র রেখেই মিছিল করেন তাঁরা। শুধু দক্ষিণবঙ্গ নয়। রামনবমীর দিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অস্ত্র হাতে মিছিল হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রকাশ্যেই অস্ত্র নিয়ে নাচানাচি হয়। মিছিলে অংশ নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
হিন্দু জাগরণ মঞ্চ-সহ একাধিক সংগঠনের উদ্যোগে রামনবমীর মিছিল হয় শিলিগুড়িতে। কয়েকটি মিছিলে অস্ত্রের দেখা মেলে! উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়, তৃণমূলের রামনবমীর মিছিলেও অস্ত্র দেখা যায়! এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ।
অস্ত্র মিছিলে যাতে শিশুদের সামিল না করা হয়, সেজন্য আগেভাগে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছিল শিশু অধিকার রক্ষা কমিশন। কিন্তু এদিন পুরুলিয়া শহরে বজরং দলের মিছিলে অস্ত্র হাতে দেখা যায় নাবালকদের!
রামনবমীতে একই ছবি ধরা পড়ে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার মিছিলে! পুলিশের সামনেই অস্ত্র হাতে মিছিল করে নাবালকরা! হুগলির চুঁচুড়াতেও রামনবমীর মিছিলে অস্ত্রের আস্ফালন!! এই মিছিলে অংশ নেন রাহুল সিংহ। এখানেও নাবালক-নাবালিকাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়! একই ছবি দেখা যায় বর্ধমান শহরেও।
রামনবমীর এই অস্ত্র মিছিল নিয়ে চরমে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস বিধায়ক সুজিত বসু বলেন, অস্ত্র মিছিল নিয়ে পুলিশের মামলা করা উচিত। আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, তৃণমূল যা বলছে বলুক, আমরা অস্ত্র মিছিল করব, এটা বাংলার পরম্পরা।
বীরভূমের রামপুরহাটে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মিছিল থেকে প্রচুর ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ।
কলকাতা থেকে জেলা, রামনবমীর মিছিলে ফের অস্ত্র দেখল রাজ্যবাসী
Web Desk, ABP Ananda
Updated at:
25 Mar 2018 07:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -