হুগলি: হুগলিতে প্রতিবেশীদের মধ্যে অশান্তি। সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মার। অভিযোগ রাস্তায় ফেলেও বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত দুই প্রতিবেশী পলাতক।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত জমি বিবাদকে কেন্দ্র করে। বলাগড়ের চাঁদরা কলোনির বাসিন্দা বছর বাহাত্তরের সুফিয়া বিবি। বাড়ির পাশে ১৪ ছটাক জমিকে কেন্দ্র করে ২ প্রতিবেশী শামসের আলি ও আনসার আলিদের সঙ্গে সুফিয়া বিবির পরিবারের দীর্ঘদিনের বিবাদ। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
অভিযোগ, এরই মাঝে, শনিবার দুই প্রতিবেশী জমিটি পাঁচিল দিয়ে ঘিরতে শুরু করেন। বৃদ্ধা তখন বলাগড় থানায় গিয়ে অভিযোগ জানান। আর তারপরই তিনি আক্রান্ত হন।
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবার, দুই প্রতিবেশী, শামসের আলি ও আনসার আলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ২ জনই পলাতক।
জমি নিয়ে বিবাদ, সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে চুলের মুঠি ধরে বেধড়ক মার প্রতিবেশীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2018 05:11 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -