বাঁকুড়া: বেঙ্গালুরুতে রহস্যময়ভাবে নিখোঁজ বাঙালি ইঞ্জিনিয়র! প্রায় দেড়মাস ধরে যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। বন্ধ মোবাইল ফোন, অফিসের সহকর্মী কিম্বা বন্ধু-বান্ধব-- বাঁকুড়ার অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নেই কারও কাছে।
বাঁকুড়ার কেশিয়াকোলের মধ্যবিত্ত পরিবারের সন্তান অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২০১২-তে প্রথম এক বহুজাতিক সংস্থায় চাকরি পেয়ে পাড়ি দেন হায়দরাবাদে। ২০১৪-তে বদলি হন বেঙ্গালুরুতে। গত ৩ বছর ধরে বেঙ্গালুরু শহরেই পেয়িং গেস্ট থাকতেন অরিজিৎ।
এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। পরিবারের দাবি, গত ১৯ জানুয়ারি রাতে অরিজিৎ-এর সঙ্গে তাঁদের শেষবার কথা হয়। পরের দিন থেকে আর অরিজিৎ-এর সঙ্গে কোনও যোগাযোগ হয়নি। বন্ধ মোবাইল ফোনও। পরের কয়েকটা দিন অরিজিৎ-এর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে পরিবার। কিন্তু, কোনও কুলকিনারা মেলেনি।
গত ২৮ জানুয়ারি অরিজিৎ-এর খোঁজে বেঙ্গালুরু যান আত্মীয়রা। সেখানে পৌঁছনোর পর প্রথমেই, অরিজিৎ যেখানে পেয়িং গেস্ট থাকতেন, সেখানে যান তাঁরা। জানতে পারেন, গত ২৭ জানুয়ারি থেকে আর ওই বাড়িতে আসেননি অরিজিৎ। যে সংস্থায় কাজ করতেন, সেখান থেকেও বিশেষ কিছু জানা যায়নি। শেষমেষ বেঙ্গালুরু পুলিশে নিখোঁজ ডায়েরি করে পরিবার।
গত ১৫ ফেব্রুয়ারি ফের বাঁকুড়া সদর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দেড়মাস অতিক্রান্ত। কিন্তু, এখনও অরিজিৎ-এর সন্ধান দিতে পারেনি বেঙ্গালুরু কিম্বা বাঁকুড়া পুলিশ।
বেঙ্গালুরুতে নিখোঁজ বাঁকুড়ার বাঙালি ইঞ্জিনিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2017 12:24 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -