কলকাতা: সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়তেই হবে বাংলা। বাংলা রাখতে হবে বেসরকারি স্কুলেও। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ভাষা-নীতি ঘোষণা শিক্ষামন্ত্রীর।
সোমবার রাতে পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রথম থেকে দশম শ্রেমি পর্যন্ত পড়তে হবে তিনটি ভাষা। তার মধ্যে থাকতেই হবে বাংলা। রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও রাখতে হবে বাংলা পড়ার সংস্থান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ভাষা হিসেবে বাংলা বা হিন্দি, ইংরেজি, উর্দু, গুরুমুখী, নেপালি, অলচিকি ভাষা চয়ন করা যাবে। কিন্তু, এই ভাষাগুলি দ্বিতীয় ও তৃতীয় ভাষা হলে সেক্ষেত্রে একটি বাংলা হতে হবে। বাকি ২টি নিজের মতো রাখা যাবে।
কেন আচকমা এই নির্দেশ? নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই শিক্ষামন্ত্রীর এই ঘোষণা। সূত্রের খবর, গত ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী পালন করেনি শহরের কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল। তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এমনকী ভাষা-নীতি নিয়ে আগামী সোমবার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও করতে পারেন বলে খবর।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। শিক্ষাবিদদের মতে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো রাজ্যে আঞ্চলিক ভাষা যেমন গুরুত্ব পায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাংলা ভাষাকে তেমন গুরুত্বপূর্ণ জায়গায় আনতে চাইছে নবান্ন। সেই ভাবনা থেকই নয়া ভাষা-নীতির পথে সরকার।
রাজ্যের সব স্কুলে এবার থেকে আবশ্যিক বাংলা, ঘোষণা পার্থর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 10:51 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -