কলকাতা: সমতলের তিন পুরসভার ৬টি বুথে মঙ্গলবার ফের ভোট। রায়গঞ্জে বিরোধীদের দাবি, সব ওয়ার্ডেই পুনর্নির্বাচন করাতে হবে। এই দাবিতে, মামলার হুঁশিয়ারি কংগ্রেস-বিজেপির।
রবিবার সমতলে ভোট হয়েছে তিনটি পুরসভায়। রায়গঞ্জ, ডোমকল এবং পূজালি। এই তিন পুরসভাতেই ভোট ঘিরে পারদ চড়ে। দিকে দিকে হয় অশান্তি। রায়গঞ্জ, ডোমকল এবং পূজালির ৬টি বুথে ফের ভোট। সূত্রের খবর, পূজালির ১১, ১২, ১৯, ডোমকলের ৯৫, ৯৬
এবং রায়গঞ্জের ২২ নম্বর বুথে মঙ্গলবার পুনর্নির্বাচন।
এতে অবশ্য বিরোধীরা খুশি নয়। বিরোধীরা রায়গঞ্জে সব ওয়ার্ডের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, গতকাল ভোট লুঠ হয়েছে।
রায়গঞ্জে সব ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে কলকাতা হাইকোর্ট মামলার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এবং কংগ্রেস। উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেছেন,
যে ভাবে বহিরাগতদের দিয়ে ভোট লুঠ হয়েছে, তা রায়গঞ্জের লজ্জা। সমস্ত ওয়ার্ডে ফের ভোট করাতে হবে । না হলে নির্বাচনে অংশ নেব না। গণনাতেও নেব না। হাইকোর্টে মামলা করব। বিজেপি জেলা সভাপতিও সব ওয়ার্ডে ভোট করানোর দাবিতে হাইকোর্টে মামলা করার কথা বলেছেন।
বিরোধীদের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যর দাবি, গতকাল শান্তিপূর্ণ ভোট হয়েছে। পায়ের তলায় মাটি নেই, তাই ভোট বয়কট করেছে বিরোধীরা।
কিন্তু, রবিবার, ভোটের রায়গঞ্জে যে ভাবে অস্ত্র-গুলি-বোমার ছবি দেখা গিয়েছে তাতে অনেকেই আতঙ্কিত।
বাংলাদেশের মহম্মদ ওয়াইদুল্লা মামুন সম্প্রতি রায়গঞ্জে এসেছেন গবেষণার কাজে। ভোটে বাহুবলীদের দাপট দেখে তিনিও উদ্বিগ্ন।
সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এ রাজ্যে কোনও ভোট হলেই এত অশান্তি কেন?
আগামীকাল সমতলের তিন পুরসভার ৬ টি বুথে পুনর্নির্বাচন, খুশি নয় বিরোধীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 09:16 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -