কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কল্পবিজ্ঞান, রহস্য রোমাঞ্চ থ্রিলারের জনপ্রিয় লেখক অনীশ দেব।  গত ২১ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।  


আজ সকালে ৭টা ২০ নাগাদ পার্ক সার্কাসের কাছে  এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়।  গতকাল রাতেই পরিবারকে জানানো হয়, লেখকের শারীরিক অবস্থা সঙ্কটজনক।  


রাতে প্লাজমা ডোনার জোগাড় করা হলেও অবস্তার অবনতি হওয়ায় প্লাজমা দেওয়া যায়নি বলে পরিবার সূত্রে খবর।  মৃতদেহ সত্‍কারের দয়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা।  নার্সিংহোমে শেষ দেখা করে যান লেখকের মেয়ে। 


১৯৫১ সালের ২২ অক্টোবর জন্ম অনীশ দেবের। ২০১৯ সালে তিনি বিদ্যাসাগর পুরস্কার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া, ১৯৯৮ সালে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার ও ১৯৯৯ সালে ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। 


১৯৭৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি টেক করেন। এরপর ১৯৭৬ সালে এম টেক করেন। পরে পিএইচডি-ও করেন। 


১৯৬৮ সালে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন অনীশ। তাঁর কিছু বিখ্যাত উনন্যাস হল -- ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। 


তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থগুলি হল-- বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি। 


অনীশ দেবের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্যজগৎ। 


এর আগে, গত সপ্তাহে বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন ঘটে। ২১ তারিখ প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৯০ বছর।


১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।


বর্ষীয়ান কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। 


কবির মৃত্যুতে শোকজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীপ ধনকড়। 


তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -- বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ধুম লেগেছে হৃদকমলে। উল্লেখযোগ্য গদ্যের বই - 
ওকাম্পোর রবীন্দ্রনাথ, কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ঘুমিয়ে পড়া এলবাম, দামিনির গান।