ভদ্রেশ্বর: হুগলির ভদ্রেশ্বরে অস্থায়ী জেটি ভেঙে পড়ার ঘটনায় তেলেনিপাড়া ঘাটের কাছ থেকেই আজ আরও একজনের দেহ উদ্ধার হল। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। এখনও নিখোঁজ বেশ কয়েকজন।

আজ সকাল থেকে গঙ্গায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাড়ে অধীর অপেক্ষায় রয়েছেন নিখোঁজ যাত্রীদের আত্মীয়রা। আজ সকালে তেলেনিপাড়া ঘাটের কাছেই ভেসে ওঠে এক যুবকের দেহ। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৭ জন। গতকাল রাত ১১টা পর্যন্ত চলে তল্লাশি চালায় বাহিনী। জেটি ভেঙে পড়ার ঘটনায় চার ইজারাদারকে গ্রেফতার করেছে পুলিশ।