কলকাতা:  প্রাক্তন আইপিএস  অফিসার ভারতী ঘোষের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, বিজেপিতে এলে স্বাগত। ভারতী ঘোষের ঘনিষ্ঠদের বাড়িতে সিআইডি তল্লাশি নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি।


পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন তাঁর বিরুদ্ধে তৃণমূল-ঘনিষ্ঠতার অভিযোগ তোলে বিরোধীরা।পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন সেই ভারতী ঘোষের ঘনিষ্ঠরাই সিআইডি-র নজরে। আর এই প্রেক্ষাপটেই প্রাক্তন আইপিএস অফিসারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা উস্কে দিলেন বিজেপির রাজ্য সভাপতি!

মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তাঁর সঙ্গে ভারতী ঘোষের ঘনিষ্ঠতার জল্পনা শোনা যেত। এখন মুকুল রায় বিজেপিতে। আর এই প্রেক্ষাপটেও ভারতী ঘোষ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের মুখে।

এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ভারতী ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিআইডি। মুকুন্দপুরে তাঁর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে বলে ঘনিষ্ঠমহলে দাবি করেছেন ভারতী ঘোষ। এই প্রেক্ষাপটে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।

তৃণমূল অবশ্য বিজেপির রাজ্য সভাপতির কথায় গুরুত্ব দিতে নারাজ।

তবে আজ যে দিলীপ ঘোষ প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের জন্য বিজেপি দরজা খুলে দিচ্ছেন, সেই তিনিই কিন্তু একসময়ে খড়গপুরে শ্রীনু নায়ডু হত্যাকাণ্ডের সময় তৎকালীন পুলিশ সুপরারের বিরুদ্ধে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করেছিলেন।

এখন অবশ্য এ প্রসঙ্গে দিলীপ ঘোষের সুর নরম।

সিপিএম আবার ভারতী ইস্যুতে তৃণমূল-বিজেপি দু’পক্ষকেই এক সারিতে ফেলে আক্রমণ শানিয়েছে।

সূত্রের দাবি, এই তরজার আবহে সোমবার সকাল দশটা নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতী ঘোষের স্বামী এম ভি রাজু। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে তিনি ফিরে যান।