ভাটপাড়া: অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দিল হাসপাতাল। অ্যাম্বুল্যান্সে মাঝপথেই প্রসব। কাঠগড়ায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুপার।
চিকিত্সক। কথায় বলে, ঈশ্বরের পরেই যাঁর স্থান। রোগীকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন তিনিই। সেই চিকিত্সকের বিরুদ্ধেই রোগীকে প্রত্যাখ্যানের অভিযোগ। অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া হাসপাতালে উত্তেজনা। রোগীর পরিজনদের সঙ্গে চিকিত্সকদের বচসা।
অন্তঃসত্ত্বার স্বামীর দাবি, প্রসব যন্ত্রণা ওঠায় বুধবার রাতে তাঁর স্ত্রীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিত্সকরা অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেন। নিরুপায় হয়ে, অন্তঃসত্ত্বাকে নিয়ে নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালের দিকে রওনা হয় পরিবার। মাঝপথে, অ্যাম্বুল্যান্সেই সন্তান প্রসব করেন মহিলা। গাড়ি ঘুরিয়ে, প্রসূতি ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু, সেটি কোভিড হাসপাতাল হওয়ায়, সেখানেও ভর্তি করা যায়নি। ফের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। শেষমেষ সেখানেই তাঁকে ভর্তি করা হয়।
এ নিয়ে হাসপাতালের সুপারকে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি। উত্তর দেননি অভিযুক্ত চিকিত্সকরাও। তবে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, মা ও সন্তান, দুজনেই ভাল আছে।
ভাটপাড়ায় অন্তঃসত্ত্বাকে ফেরাল হাসপাতাল, অ্যাম্বুল্যান্সে মাঝপথেই প্রসব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2020 09:22 PM (IST)
অন্তঃসত্ত্বার স্বামীর দাবি, প্রসব যন্ত্রণা ওঠায় বুধবার রাতে তাঁর স্ত্রীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চিকিত্সকরা অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেন।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -