কালিম্পং: পাহাড়ে ফের ধৃত গুরুং-ঘনিষ্ঠ। পুলিশের জালে এবার গোর্খা জনমুক্তি মোর্চার মহিলা শাখা, নারী মোর্চার সভানেত্রী বন্দনা ইয়াংজোন।
বন্দনার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে দাবি, কালিম্পংয়ে সিকিম সীমানা লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
চারদিন আগেই দিল্লিতে সিআইডি-র হাতে গ্রেফতার হন গুরুঙ্গ ঘনিষ্ঠ মনোজ শঙ্কর। তারপর এবার বন্দনা। ধৃত নেত্রী বলেন, বিনয় তামাংয়ের লোকজন ঘুরছে। আমাদের গ্রেফতার করছে। জবাব চাই।
পাহাড়ের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারম্যান অনীত থাপা এদিন বন্দনার গ্রেফতারির পর দাবি করেন, বোমা-বন্দুকের আন্দোলন শেষ।
শনিবার, বিবৃতি দিয়ে রোশন গিরি দাবি করেন, কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস দিয়েছে। যদিও গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিনয় তামাংয়ের ঘনিষ্ঠ অনীত থাপা।
সোমবার প্রকাশ্যে আসার কথা ঘোষণা করেও, আবার পিছিয়ে গিয়েছেন বিমল গুরুং। তাঁর একের পর এক অনুগামীর গ্রেফতারির প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি চাপের মুখেই সিদ্ধান্ত বদল করেছেন মোর্চা সভাপতি?