বীরভূমের 'বীরাঙ্গনা': ঘড়ি মেরামত করতে গিয়ে 'শ্লীলতাহানি', উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মার্শাল আর্টে কাবু তিন অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2018 02:49 PM (IST)
বীরভূম: বীরভূমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ। একাই ৩ অভিযুক্তকে মার্শাল আর্টে কাবু করল ওই কিশোরী। ঘটনাস্থল বীরভূমের সাঁইথিয়া। গতকাল বোনকে নিয়ে সাইকেলে চড়ে ঘড়ি মেরামত করতে যাচ্ছিল ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অভিযোগ, রাস্তায় ৩ যুবক তাকে লক্ষ্য করে কটূক্তি করে। শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। ক্যারাটের ব্ল্যাক বেল্ট ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এরপর একাই কাবু করে ফেলে ৩ যুবককে। তাদের ধরে গণপ্রহার দেন স্থানীয়রাও। এরপরই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।