বীরভূমে দুই বোন খুনে আটক মা, জালে মায়ের পুরুষ বন্ধু সহ চার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2016 07:27 AM (IST)
মহম্মদবাজার: বীরভূমের মহম্মদবাজারে দুই বোনের খুনের ঘটনায় মা-সহ তিনজনকে আটক করল পুলিশ। বাকি দু'জন মায়ের এক পুরুষ বন্ধু ও গুরু মা। শুক্রবার রাত থেকে তিনজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে আটক করা হয় দুই নাবালিকার কাকা ও কাকিমাকে। পুলিশ সূত্রে খবর, দুই মেয়ের মা অপর্ণা সাঁধুর এক বান্ধবী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঘটনার দিন গুরুমার কাছ থেকে বাড়ি ফেরার পথে মোবাইলে তিনজন পুরুষের সঙ্গে কথা বলেন অপর্ণা। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রয়োজনে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার রাতে বীরভূমের মহম্মদবাজারে বাড়ি থেকে উদ্ধার হয় দুই বোন ১৫ বছরের সুস্মিতা ও ১২ বছরের পুষ্পিতা সাঁধুর গলা কাটা দেহ। বয়ানে অসঙ্গতি মেলায় দুই মেয়ের মাকেও সন্দেহের তালিকায় রাখে পুলিশ। এদিকে, প্রথমে আটক করলেও, ছেড়ে দেওয়া হয়েছে ঠাকুমা, খুড়তুতো ভাই, গৃহশিক্ষক ও বড় বোনের প্রেমিককে।