বীরভূম: সিউড়িতে দিলীপ ঘোষের সভায় যাওয়াকে কেন্দ্র করে বোলপুরের শিমুলিয়া পাঁচসোয়া গ্রামে ধুন্ধুমার। চলল গুলি, পড়ল বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।


একুশের নির্বাচনের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে সিউড়িতে পদযাত্রা, পরে জনসভা করেন দিলীপ ঘোষ। তার আগে, এদিন সকালে ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষের সভায় যাওয়াকে কেন্দ্র করে।


বিজেপির অভিযোগ, সভায় যাওয়ার পথে, শিমুলিয়া মোড়ে তাদের আটকায় তৃণমূল কর্মীরা। ছোড়া হয় গুলি-বোমা। তাদের এক কর্মী গুলিবিদ্ধ হন বলে বিজেপির অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের রাস্তায় ফেলে লাঠিপেটা করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।


যদিও পুলিশের দাবি, গুলিবিদ্ধ নয়, এক বিজেপি কর্মীর শরীরে কাটার দাগ রয়েছে। আহতদের মধ্যে এক তৃণমূল কর্মীও আছেন। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কটাক্ষ, দিলীপ ঘোষের সভায় লোক না হওয়ায় নাটক করছে বিজেপি।


পাশাপাশি, সাঁইথিয়াতেও তাদের কর্মীদের দিলীপ ঘোষের সভায় যেতে বাধা দেওয়া হয় বিজেপির অভিযোগ। তির-ধনুক, লাঠি নিয়ে বিজেপিও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে।

পরে দিলীপ ঘোষের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে পুলিশ-প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, মিছিলে যেতে বাধা দেওয়া হচ্ছে, ২ দিন পর তৃণমূল বলে কিছু থাকবে না, পুলিশকে বিজেপির পায়ে পড়তে হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলেন, এসব করে বাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।