সত্যজিৎ বৈদ্য, কলকাতা: আজই বিজেপির পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি নেতারা।


গতকাল দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক চলে। বৈঠক সেরে সকালে কলকাতায় ফেরেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিন্হা ও রাজীব বন্দ্যোপাধ্যায়রা। 


আজকের মধ্যেই পুরো প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় কমিটি, জানিয়েছেন বিজেপি নেতারা। বিস্তারিত আলোচনা হয়েছে নির্বাচন প্রস্তুতি নিয়ে। প্রার্থী নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দ্রুত মিটে যাবে। আশাবাদী রাজ্য বিজেপি নেতৃত্ব।


রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, শেষ পর্যায়ের প্রার্থী তালিকা তৈরির কাজ শেষ। হয়ত আজকেই ঘোষণা হয়ে যাবে। এছাড়া, নির্বাচন প্রস্তুতি কতদূর হয়েছে, কীভাবে হচ্ছে, সেই নিয়ে আলোচনা চলে। সেই খোঁজ নেন কেন্দ্রীয় নেতারা। 


প্রার্থী নিয়ে দলের মধ্যে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ বলেন, নির্বাচন হলে এরকম ক্ষোভ-বিক্ষোভ থাকতেই পারে। দলের নেতারা কথা বলছেন সকলের সঙ্গে। একসঙ্গে মিলে বিজেপিকে জেতাব। 


 



 


রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, বাকি চার দফার প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হয়েছে। আজ সংসদীয় কমিটি সেই নিয়ে বিবেচনা করে ঘোষণা করবে। প্রার্থী বদলের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে আমাদের মতামত জানিয়েছি। এবার তাঁরা সিদ্ধান্ত নেবেন।


তিনি যোগ করেন, একটা দল যখন বড় হয়, তখন এধরনের কিছু সমস্যা তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়েও প্রচুর ক্ষোভ-বিক্ষোভ হয়েছে। এর থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিজেপি এখানে বড় দল। স্বাভাবিকভাবেই, সকলেরই কিছু প্রত্যাশা থাকে। 


মুকুল রায় বলেন, আজ দুপুরেই সম্ভবত বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী ঘোষণা করবে দল। প্রার্থী ক্ষোভ মিটে যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। 



এর আগে, গতকাল বিধানসভা ভোট শুরুর দশদিন আগে চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বারুইপুর পূর্ব বিধানসভা আসনে গেরুয়া শিবিরের প্রার্থী চন্দন মণ্ডল। ফলতা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধান পারুই। 


উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। জগৎবল্লভপুর আসনে বিজেপির প্রার্থী অনুপম ঘোষ।