কলকাতা: তৃণমূলের সাসপেন্ডেড রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষের বাড়ির চা-চক্রে বিজেপি নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনার পারদ যখন চড়ছে, তখন দলের রাজ্য নেতৃত্বের কাছে প্রকৃত ঘটনা জানতে চাইলেন কেন্দ্রীয় নেতারা।

রবিবার সন্ধেয় সাসপেন্ডেড তৃণমূল সাংসদের বাড়িতে চা-চক্রে কংগ্রেস নেতা সোমেন মিত্র, অরুণাভ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং লকেট চট্টোপাধ্যায়। সূত্রের দাবি, এই প্রেক্ষিতে অশোক রোডের তরফে জানতে চাওয়া হয়েছে,

প্রকৃত ঘটনা কী? এই চা চক্রে কি আদৌ কংগ্রেসের সঙ্গে কোনও মঞ্চ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে কেন? কারণ, তৃণমূলবিরোধী কোনও মঞ্চ গঠনের বিষয়ে বিজেপিতে আলোচনা হয়নি।

রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু অবশ্য দাবি করেন, কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁদের কোনও রাজনৈতিক ইস্যুতে কথাই হয়নি।  তিনি বলেছেন, কুণালে কাদের আমন্ত্রণ করেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। যখন তাঁরা বেরিয়ে যাচ্ছিলেন তখন সোমেন ঢোকেন। রাজনৈতিক আলোচনার প্রসঙ্গ আসেনি।

রবিবার কুণাল ঘোষের বাড়ি থেকে বেরনোর সময় লকেট চট্টোপাধ্যায়ও দাবি করেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ।

কেন্দ্রীয় নেতৃত্ব প্রকৃত ঘটনা জানতে চাওয়ার পর, এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, আমি জানতাম, ওটা নববর্ষের চা চক্রের আমন্ত্রণ। কিন্তু, সেখানে সোমেন মিত্র আসবেন,  জানতাম না। জানলে বিজেপি নেতাদের যেতে নিষেধ করতাম।