মেদিনীপুরে কানহাইয়া কুমারকে লক্ষ্য করে ডিম, টম্যাটো ছুঁড়ল বিজেপি
ABP Ananda, web desk | 21 Aug 2017 08:15 PM (IST)
মেদিনীপুর: মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফ এবং যুব সংগঠন এআইএফের উদ্যোগে মিছিল বের হয়। কন্যাকুমারী থেকে পঞ্জাব পর্যন্ত কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মিছিল। ওড়িশা হয়ে বাংলায় ঢোকে মিছিল। দুপুরে মিছিলে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার যোগ দিতেই বচসা। বিজেপির পক্ষ থেকে এআইএসএফ নেতা কানহাইয়া কুমারকে লক্ষ্য করে ডিম, টম্যাটো ছোঁড়া হয়। দেখানো হয় কালো পতাকাও। কানহাইয়া কুমারকে কালো রঙ মাখানোর চেষ্টা হিন্দু সংঘের।