বীরভূম: গত কয়েক বছরে, একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বার বার শিরোনামে উঠে এসেছে বীরভূমের পাড়ুই, নানুর। সোমবার সেই বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে গিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গায়ের জোরে, তরোয়াল দিয়ে এলাকা দখল চলবে না। বিজেপি বাইরে থেকে গুণ্ডা এবং অস্ত্র নিয়ে আসছে। বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে এর পাল্টা জবাব দিয়েছে।
সাম্প্রতিক কালে নানা ইস্যুতে বিজেপি-তৃণমূল সংঘাত একেবারে চরমে উঠেছে। যার শুরুটা হয় গত মাসে। গোটা রাজ্য জুড়ে এবার রামনবমী পালন করেছে গেরুয়া শিবির। রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে।
রামনবমীতে বীরভূমও দেখেছে অস্ত্র মিছিল
সিউড়ি, কড়িধ্যা, দুবরাজপুর, বোলপুর, খয়রাশোলে সশস্ত্র মিছিলের ডাক দেয় হিন্দু জাগরণ মঞ্চ।মিছিলে অস্ত্র হাতে দেখা যায় শিশুদেরও।
এ ভাবে অস্ত্র মিছিলের তীব্র সমালোচনা করে তৃণমূল। এ নিয়ে, সোমবারের প্রশাসনিক বৈঠক থেকেও সুর চড়ান মমতা।
বিজেপি অবশ্য বরাবরই পাল্টা দাবি করেছে, রামনবমীতে অস্ত্র মিছিল করে তারা কোনও ভুল করেনি। এটাই পরম্পরা। উত্তরপ্রদেশ ভোটে জয়ের পর থেকেই বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তাই পাল্টা বিজেপিকে রুখতে দলের নেতা-কর্মীদের কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।
পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষাপটে, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, ততই তৃণমূল-বিজেপি সংঘাতও তুঙ্গে উঠবে।
দিল্লির শাসক দলের মদতে আসছে গুণ্ডারা, বিজেপিকে নিশানা মমতার, বীরভূমে বোমা কারখানা বন্ধ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2017 07:34 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -