ডিসেম্বরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন, দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2020 09:37 PM (IST)
বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিচ্ছে না।
NEXT
PREV
বাঁকুড়া: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিচ্ছে না।
বিধানসভা ভোটের আগে, বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এবার একধাপ এগিয়ে কার্যত রাষ্ট্রপতি শাসন জারির সময় ঘোষণা করে দিলেন বিজেপি সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন, রাজ্যে তৃণমূল অত্যাচার চলছে। ডিসেম্বরে রাষ্ট্রপতি শাসন হবেই হবে।
এর জবাবে রাজ্যের মন্ত্রী তথা বাঁকুড়ায় তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, এটা ওদের 'পূর্ব পরিকল্পিত' বিষয়। তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।
বিজেপি সাংসদ শুধু রাষ্ট্রপতি শাসনের পক্ষে হুঁশিয়ারি দিয়েই থামেননি। তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে নিয়েও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখে। তিনি বলেছেন, কিষেনজিকে যেমন খুন করা হয়েছে, তেমনি হয়তো চলতি করোনা পরিস্থিতির মধ্যেও ছত্রধর মাহাতোকে মেরে ফেলা হবে। একই সঙ্গে জ্ঞানেশ্বরী কাণ্ডে ছত্রধর মাহাতো যুক্ত অভিযোগ করে তাঁকে গ্রেফতারেরও দাবি করেছেন।
বিধানসভা ভোটের আগে নাম না করে, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেছেন, জঙ্গল মহলকে ক্ষেপিও না। জঙ্গলমহলের চ্যালা কাঠ দিয়ে এমন ঠেঙ্গানো হবে যে, বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে।
এর জবাবে শ্যামল সাঁতরা বলেছেন, বিজেপি সাংসদ জঙ্গল মহলে যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন কোন অশান্তি হলে উনি দায়ী থাকবেন। জঙ্গল মহলের মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবেন।
মোদি সরকারের কৃষি আইনের সমর্থনে মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে মিছিল এবং পথসভা করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে ছিলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার, যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত পাত্র এবং জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।
বাঁকুড়া: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিচ্ছে না।
বিধানসভা ভোটের আগে, বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এবার একধাপ এগিয়ে কার্যত রাষ্ট্রপতি শাসন জারির সময় ঘোষণা করে দিলেন বিজেপি সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন, রাজ্যে তৃণমূল অত্যাচার চলছে। ডিসেম্বরে রাষ্ট্রপতি শাসন হবেই হবে।
এর জবাবে রাজ্যের মন্ত্রী তথা বাঁকুড়ায় তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, এটা ওদের 'পূর্ব পরিকল্পিত' বিষয়। তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।
বিজেপি সাংসদ শুধু রাষ্ট্রপতি শাসনের পক্ষে হুঁশিয়ারি দিয়েই থামেননি। তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে নিয়েও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখে। তিনি বলেছেন, কিষেনজিকে যেমন খুন করা হয়েছে, তেমনি হয়তো চলতি করোনা পরিস্থিতির মধ্যেও ছত্রধর মাহাতোকে মেরে ফেলা হবে। একই সঙ্গে জ্ঞানেশ্বরী কাণ্ডে ছত্রধর মাহাতো যুক্ত অভিযোগ করে তাঁকে গ্রেফতারেরও দাবি করেছেন।
বিধানসভা ভোটের আগে নাম না করে, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেছেন, জঙ্গল মহলকে ক্ষেপিও না। জঙ্গলমহলের চ্যালা কাঠ দিয়ে এমন ঠেঙ্গানো হবে যে, বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে।
এর জবাবে শ্যামল সাঁতরা বলেছেন, বিজেপি সাংসদ জঙ্গল মহলে যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন কোন অশান্তি হলে উনি দায়ী থাকবেন। জঙ্গল মহলের মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবেন।
মোদি সরকারের কৃষি আইনের সমর্থনে মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে মিছিল এবং পথসভা করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে ছিলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার, যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত পাত্র এবং জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -