কলকাতা: রাজ্যের নাম বদল নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি! কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় স্বাগত জানালেও, রাজ্যের নাম বদলের প্রস্তাবের বিরোধিতা করে রাজ্যবাপী কর্মসূচিরও ঘোষণা করল তাঁরই দল! মঙ্গলবারই রাজ্যের নাম পরিবর্তন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বলেন, রাজ্যের নাম বাংলা হলেই ভাল।
কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল, রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগের প্রতিবাদে ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করবে বিজেপি।বুধবার বিজেপির প্রদেশ সহ-সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের নাম বদলের প্রস্তাব কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তৃণমূল সরকার দেশভাগের যন্ত্রণা, বাঙালির ইতিহাস এসব ভুলিয়ে দিতে চাইছে।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে মঙ্গলবারই সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
প্রস্তাব অনুযায়ী, বাংলা ভাষায় রাজ্যের নাম হবে বঙ্গ বা বাংলা। ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের জায়গায় শুধু বেঙ্গল।
বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার প্রস্তাব পাস হলে তা পাঠানো হবে সংসদে। তারপর রাষ্ট্রপতির সিলমোহর পেলেই আনুষ্ঠানিকভাবে নতুন নাম পাবে রাজ্য।
রাজ্যের নাম বদলের প্রতিবাদে আন্দোলনের ডাক ‘দ্বিধাবিভক্ত’ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 02:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -