নয়াদিল্লি: রাহুল গাঁধীর কলকাতায় উড়ালপুল বিপর্যয়ের ঘটনাস্থল পরিদর্শনকে কটাক্ষ বিজেপির। কলকাতায় বৃহ্স্পতিবার নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ে ঘটে যাওয়া বিপর্যয়ের পর সেখানকার পরিস্থিতি দেখতে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান কংগ্রেস সহ সভাপতি। হাসপাতালে ভর্তি সেদিনের ঘটনায় জখম লোকজনের কাছে গিয়েও সাহায্যের আশ্বাস দেন। কিন্তু রাহুলের এই পরিদর্শন স্রেফ ‘ফটো-অপ’ বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সিদ্ধার্থনাথ সিংহ।
তিনি বলেছেন, সবাই জানে, রাহুল গাঁধী ছবি তুলতেই যান। ছবি তোলাই ওঁর রাজনীতি। ওঁর রাজনীতির লাইফলাইনই হল ফটো-অপস।
সিদ্ধার্থনাথ জানান, বিজেপি সচেতন ভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে, ত্রাণ ও উদ্ধারকার্য যাতে বাধা না পায়, সেজন্য তাদের কোনও কেন্দ্রীয় মন্ত্রীই উড়ালপুল দুর্ঘটনাস্থলে যাবেন না।
বিজেপির সঙ্গে তুলনা টানতে দুর্ঘটনাস্থলে কংগ্রেসের বিক্ষোভের প্রসঙ্গ টেনে আনেন তিনি। ওই বিক্ষোভের জন্য উদ্ধার অভিযান বাধা পেয়েছে বলেও অভিযোগ করেন। বলেন, বিক্ষোভ দেখিয়ে কংগ্রেস দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে কিনা, জবাব দিন রাহুল।
সিদ্ধার্থনাথের দাবি, সেদিন দুজন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, মুখতার আব্বাস নকভি ত্রাণ-উদ্ধারকাজে নজরদারি রেখেছিলেন, কিন্তু ঘটনাস্থলে যাননি।
সিদ্ধার্থনাথ এও বলেন, ওই সেতু তৈরির বরাত বিগত বাম জমানায় কালো তালিকাভুক্ত হওয়া সংস্থাকে দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠছে, সে ব্যাপারে রাহুল কী বলেন? ‘দুর্নীতির ভিতে’র ওপরই কি রাজ্যে কংগ্রেস, বাম সমঝোতা দাঁড়িয়ে রয়েছে, প্রশ্ন তোলেন তিনি।
ফটো তুলতে গিয়েছেন! রাহুলের উড়ালপুল দুর্ঘটনাস্থল পরিদর্শনকে কটাক্ষ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 08:24 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -