দার্জিলিং: দার্জিলিংয়ে নিগৃহীত বিজেপির রাজ্য সভাপতি। বিক্ষোভের মুখে ডিজিএনএস ভবনে সভা ভণ্ডুল হয়ে যাওয়ার পর হলের বাইরে বেরোতেই দিলীপ ঘোষ ও তার সঙ্গীদের ঘিরে ধরে বিক্ষোভ। দিলীপ ঘোষের সামনেই বেধড়ক মার তার সঙ্গীদের।
মারমুখী বিনয় অনুগামীদের হাত থেকে কোনওমতে পালিয়ে বাঁচেন দিলীপ ঘোষ। আশ্রয় নেন দার্জিলিং সদর থানায়।
দিলীপ ঘোষ বলেছেন, এই হামলা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, অশান্তি পাকাতেই পাহাড়ে গিয়েছেন দিলীপ ঘোষ।
হামলাকারীরা বিনয় তামাঙ্গ জিন্দাবাদ বলছিল। অভিযোগ দিলীপ ঘোষের। অভিযোগ অস্বীকার বিনয় তামাঙ্গ গোষ্ঠীর।
এই ঘটনার আগে দার্জিলিংয়ের ডিজিএনএস ভবনে দিলীপ ঘোষের সভায় বিনয়পন্থীদের তুমুল বিক্ষোভ। দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদারকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের জেরে ভণ্ডুল সভা।
আজই দার্জিলিং যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। জোড়বাংলোর কাছে জিএনএলএফের শতাধিক বিক্ষোভকারী গাড়ি আটকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায় বিজেপির রাজ্য সভাপতিকে। এর জেরে আটকে পড়ে তাঁর গাড়ি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে তিনি এলাকা থেকে বেরোতে সক্ষম হন। গতকাল কালিম্পংয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি।
পাহাড়ে নিগৃহীত দিলীপ ঘোষ, বিনয়পন্থীদের বিক্ষোভের জেরে সভা বাতিল, বাইরে প্রহৃত অনুগামীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Oct 2017 04:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -