নারদকাণ্ডের তদন্তে খানাকুলে তৃণমূল উপপ্রধানের বাড়ির পর মদন মিত্রর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে সিবিআই দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2017 03:48 PM (IST)
দক্ষিণেশ্বর: খানাকুলে তৃণমূল উপপ্রধানের বাড়ির পর এবার দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটে সিবিআই দল। নারদকাণ্ডের পুনর্নির্মান করতে প্রাক্তন মন্ত্রীর ফ্ল্যাটে গেল সিবিআইয়ের দল। আজ সকালে সিবিআইয়ের ৪ জন আধিকারিক ওই ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে ঢোকার জন্য ম্যাথু স্যামুয়েল যে লিফট এবং লবি ব্যবহার করেছিলেন সেখানকার ছবি তোলেন তাঁরা। পাশাপাশি ফুটেজ মিলিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। ছিলেন মদন মিত্রও। সিবিআই তদন্তে তিনি সবরকমের সহযোগিতা করছেন বলেও জানান মদন মিত্র।