সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: অতিমারি করোনার প্রকোপ থেকে বাঁচতে বা প্রতিরোধ গড়ে তুলতে কী কী করা প্রয়োজন তা নিয়ে সচেতনতার বার্তা দিতে রায়গঞ্জ শহরজুড়ে পোস্টার লাগানোর কাজ করলেন বিজেপির কর্মীরা। শহরের জনবহুল এলাকাগুলিতে দেওয়ালে দেওয়ালে করোনার সচেতনতার বার্তা লেখা পোস্টার লাগিয়ে মানুষকে অবগত করার উদ্যোগ নিলেন বিজেপি কার্যকর্তারা। বিজেপির রায়গঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী জানালেন, এই ভয়াবহ অতিমারি করোনার গ্রাস থেকে সকলকে বাঁচাতে দলমত নির্বিশেষে এক হয়ে আমাদের কাজ করতে হবে। জয় করতে হবে করোনার মতো অতিমারিকে।


অতিমারি করোনার দ্বিতীয় ওয়েভ ব্যাপক হারে ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও।  সাধারণ মানুষকে করোনাকালে কী কী করা উচিত তা নিয়ে বুধবার সচেতনতামূলক প্রচার চালায় বিজেপি।  সবাই মাস্ক পরবেন, বার বার সাবান দিয়ে হাত ধুবেন কিংবা স্যানিটাইজার ব্যাবহার করবেন, রোজ অন্তত এক ঘণ্টা করে রোদ পোহাবেন,  গরম জল খাবেন এবং ঘরে কর্পূর অথবা লবঙ্গ দিয়ে ধুনো দেবেন ৷ এইরকম প্রায় ১৪/১৫ টা সচেতনতামূলক বার্তা নিয়ে পোস্টার ছাপিয়ে তা এলাকায় এলাকায় বিভিন্ন দেওয়ালে সাঁটিয়ে দিয়ে অতিমারি করোনার প্রকোপ থেকে বাঁচানোর উদ্যোগ নেয় বিজেপির রায়গঞ্জ মন্ডল কমিটি। ক’দিন আগেই যাঁরা ভোটের প্রচারে দেওয়ালে দেওয়ালে রাজনৈতিক প্রার্থীর পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচার করেছেন,  ভোটপর্ব মিটে যাওয়ার পর তাঁরাই আজ পোস্টার সাঁটছেন।  তবে এ পোস্টার কোনও রাজনৈতিক দলের পোস্টার নয়, এটা সর্বসাধারণের সচেতনতার পোস্টার।


বিজেপির রায়গঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি অভিজিৎ যোশী বলেন, ২০২০ সালের করোনায় আমরা যতটা পেরেছি মানুষের পাশে থেকেছি। কিন্তু এবারের এই করোনার নতুন ঢেউ ভয়ানক আকার ধারণ করেছে। তাই মানুষকে সচেতন করতে দলমত নির্বিশেষে আমরা জনবহুল এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার করছি। করোনা আবহে এই মুহূর্তে মানুষের কী কী করা উচিত, সেই বার্তা দিতেই আমাদের এই প্রচার।