দক্ষিণ ২৪ পরগনা:আক্রান্তকে দেখতে গিয়ে নিজেই আক্রান্ত!
অভিযোগ, রবিবার এমনই পরিস্থিতির মুখে পড়তে হয় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।


শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, বিজেপির এক মহিলা এজেন্টের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার দুপুরে তাঁকে দেখতে কাকদ্বীপ হাসপাতালে যান রূপা গঙ্গোপাধ্যায়। সেখান থেকে আক্রান্ত এজেন্টের পরিবারকে, তাঁদের ঈশ্বরীপুরের বাড়িতে ছাড়তে যান বিজেপি নেত্রী।

রূপার দাবি, গ্রামে ঢোকার মুখে, একটি ছেলেকে দেখিয়ে আক্রান্ত এজেন্টের পরিবার বলে, হামলার ঘটনায় এই ছেলেটিও জড়িত। তখনই, সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীকে ওই ছেলেটিকে ধরতে বলেন রূপা গঙ্গোপাধ্যায়। অভিযোগ, তখন ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা এক মেয়ে চিত্কার করতে শুরু করেন। রূপার দাবি, এরপরই তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের লোকজন।

ভাঙচুর চালানো হয় বিজেপি নেত্রীর গাড়িতে। অভিযোগ, মারধর করা হয় তাঁর অনুগামীদেরও।

চিকিত্সার জন্য ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রূপা গঙ্গোপাধ্যায়কে। কোমরে এবং মাথায় চোট পেয়েছেন তিনি। যদিও, হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি তৃণমূলের। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার দাবি, হামলার সঙ্গে কারা যুক্ত, তিনি জানেন না। তবে, যেই দোষী হোক, শাস্তি পাবে।