তমলুক: তমলুকের জামিত্যায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বাজি প্রদর্শনী চলাকালীন আগুন লাগায় বিপত্তি। বাজির আগুনে ঝলসে জখম ১৫ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার রাতে এলাকার স্থানীয় এক ক্লাবের তরফে বাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। এলাকার বহু বাসিন্দা সেসময় বাজি প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন। সূত্রের খবর, জ্বলন্ত অবস্থায় একটি ফানুস মজুত করা বাজির স্তূপের উপর এসে পড়লে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে মজুত করা বাজি ফাটতে শুরু করলে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তমলুকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বাজি প্রদর্শনীতে আগুন লেগে বিপত্তি, ঝলসে জখম ১৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2017 12:55 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -