উত্তর ২৪ পরগনা:  এ যেন নীল তিমির সংক্রমণ! ক্রমেই মহামারীর আকার নিচ্ছে মারণ গেম ব্লু হোয়েল! এবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
মা-বাবা কর্মসূত্রে থাকেন মুম্বইয়ে। একমাত্র মেয়েকে বসিরহাটের এই আবাসিক স্কুলে ভর্তি করে গিয়েছিলেন মাস আটেক আগে! কিন্তু, সেই মেয়েই সবার অলক্ষ্যে দাদার দেওয়া ট্যাবে ব্লু হোয়েল গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু, বেশিদিন লুকিয়ে রাখতে পারেনি।
হস্টেলের বন্ধুরা দেখে ফেলে ক্লাস এইটের মেয়েটি ব্লু হোয়েল গেম খেলছে। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি শিক্ষককে জানায়।
শনিবার স্কুলে শিক্ষকরা দেখেন, মেয়েটির হাতে ব্লেড দিয়ে কেটে লেখা ইংরেজি অক্ষর ‘বি ডব্লু’।
মেয়েটি নিজেও স্বীকার করেছে, সে ব্লু হোয়েল গেম খেলেছিল। এই নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে বকাবকি করেন শিক্ষকরা! এতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। ভর্তি করা হয় বসিরহাট মহকুমা হাসপাতালে।
আপাতত ছাত্রীটি সুস্থ। কিন্তু কী কারণে সে হঠাৎ করে ব্লু হোয়েলের মতো মারণ গেম খেলা শুরু করল, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।