হাওড়া:  বিবাহ বর্হিভূত সম্পর্কের জের। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামী খুনের অভিযোগ। হাওড়ায় এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ বছর আগে গাড়ির মেকানিক রতন নাথের (৪৪) সঙ্গে বিয়ে হয় শর্মিষ্ঠার (৩২)। ২ সন্তান। মেয়ের বয়স ১৫ বছর, ছেলের ১০ বছর। স্থানীয় সূত্রে দাবি, বছর দুয়েক আগে বাড়িতে কুকুর প্রজননের ব্যবসা শুরু করেন এই তরুণী। সেই সূত্রেই ডগ ট্রেনার রাজীব মণ্ডলের সঙ্গে তাঁর আলাপ।
কিছুদিন মেলামেশার পর প্রেম। বাড়তে থাকে ঘনিষ্ঠতা। মাঝেমধ্যেই প্রেমিকার বাড়িতে এসে থাকতেন এই যুবক। এ নিয়ে প্রায়ই দম্পতির মধ্যে অশান্তি হত। শনিবার রাতেও, একপ্রস্থ ঝামেলা হয় দু’জনের। অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় স্ত্রীকে চড় মারেন রতন। বিষয়টি থানায় জানান গৃহবধূ। বাড়িতে পুলিশ আসে।
সূত্রের খবর, তারা ফিরে যাওয়ার পর ফোন করে প্রেমিককে ডাকেন শর্মিষ্ঠা।সেইসময়ই তৈরি হয়ে যায় চিত্রনাট্য!  স্ত্রীর প্রেমিক এলে তার সঙ্গে বচসা হয় গৃহকর্তার। অভিযোগ, সেইসময় প্রেমিকের স্বামীর মাথায় বেলচা দিয়ে মারেন ওই যুবক।
মৃতের মা জানান, তিনি বেরিয়ে দেখেন ছেলে পড়ে আছে। মৃতের দিদির দাবি, ভাইয়ের বউ প্রেমিকের সঙ্গে মিলে খুন করেছে। পুলিশ সূত্রে খবর,  খুনের পর থানায় গিয়ে প্রেমিক দাবি করেন, গ্যারাজের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে জখম হন রতন। কিন্তু পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, শর্মিষ্ঠা ও রাজীবের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। এরপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
মনুয়াকাণ্ডের পাশাপাশি, হাওড়ার এই ঘটনার সঙ্গে জলপাইগুড়ির বিমা অফিসার খুনেরও অনেকে মিল খুঁজে পাচ্ছেন। উত্তম মোহন্ত হত্যাকাণ্ডেও, তাঁর স্ত্রী লিপিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ধরা পড়েছেন প্রেমিক অনির্বাণ রায়।