হুগলি:  হুগলির ভদ্রেশ্বরে জেটি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার আরও বেশ কয়েকজনের দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। এর মধ্যে ২ জন মহিলাও রয়েছেন।
দুর্ঘটনার দিন জোয়ার থাকায় দেহগুলি অনেক দুর পর্যন্ত ভেসে যায়। উদ্ধারকারীরা জানিয়েছেন, চূঁচূড়া, চন্দননগর, এমনকি ব্যান্ডেলের কাছাকাছি ঘাটগুলি থেকেও উদ্ধার হয়েছে দেহ। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে ১০টি চিহ্নিত করা গেছে। এখনও ৪-৫ জন নিখোঁজ বলে সূত্রের খবর। তল্লাশি এখনও চলছে।
এদিকে, হুগলির বিভিন্ন ঘাটের অস্থায়ী জেটিগুলির অবস্থা বৃহস্পতিবার খতিয়ে দেখে জেলা প্রশাসন। এরপর চাঁপদানির পলতা ঘাট, ভদ্রেশ্বরের গৌরহাটি ঘাট
চন্দননগর ও চুঁচুড়ার একটি করে ফেরি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বেহাল অবস্থার দরুণ আরও কয়েকটি ঘাট বন্ধ করে দেওয়া হতে পারে। এদিকে, হঠাৎ করে ঘাটগুলি বন্ধ করায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
বুধবার বেলা ১১টা নাগাদ ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে জোয়ারের তোড়ে গঙ্গায় ভেসে যায় অস্থায়ী জেটি। সেইসময় প্রায় ৫০জন যাত্রী জেটিতে ছিলেন। তারপরই হুঁশ ফিরেছে প্রশাসনের। ফেরি ঘাটগুলির জেটি পরীক্ষার কাজ শুরু হয়েছে।