কলকাতা: আজও দিনভর তীব্র গরম। সঙ্গে অস্বস্তিকর, ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। গতকাল ছিল মরশুমের উষ্ণতম দিন। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি চলবে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর-সহ গোটা পশ্চিমাঞ্চলে পারদ ঘোরাফেরা করছে ৪০-৪২ ডিগ্রির আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন এই পরিস্থিতি বজায় থাকবে।