পূর্ব মেদিনীপুর: অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবা রবীন্দ্রনাথ ঘোষের রহস্যমৃত্যু। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রেললাইনের ধার থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। জিআরপি সূত্রে দাবি, লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশ সূত্রে খবর, পঞ্চমীর সকাল থেকে নিখোঁজ ছিলেন বছর সত্তরের রবীন্দ্রনাথবাবু। জগাছা থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। শুক্রবার ভোরে পাঁশকুড়া স্টেশনে ঢোকার আগে লাইনের ধার থেকে দেহ উদ্ধার হয়। পকেট থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে রুদ্রনীলের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। শনিবার রাতে তমলুক জেলা হাসপাতালে গিয়ে বাবার দেহ সনাক্ত করেন রুদ্রনীল।
কিন্তু কীভাবে মৃত্যু হল রবীন্দ্রনাথবাবুর? জিআরপি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া-পাঁশকুড়া লোকাল যখন ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল, তখন রেললাইন পার হচ্ছিলেন রুদ্রনীলের বাবা। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
শোকস্তব্ধ রুদ্রনীল বলেছেন, বাবা শিল্পী ছিলেন, মাঝেমধ্যেই এভাবে বেরিয়ে পড়তেন, আবার ফিরেও আসতেন। কিন্তু বাবা কেন পাঁশকুড়া গেলেন, সেটা বুঝতে পারছি না।
২০১১ সালে পুজোর সপ্তমীর দিন রুদ্রনীলের মা মারা গিয়েছিলেন। এবার পুজোয় হারালেন বাবাকে।
রুদ্রনীল ঘোষের বাবার রহস্যমৃত্যু, দেহ উদ্ধার পাঁশকুড়ায় রেললাইনের ধারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2016 12:34 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -