মেষ
অতিরিক্ত খরচের জন্য ঋণ নিয়ে একটু চিন্তা হতে পারে। ব্যবসার দিকে লাভ কম হবে। বাড়িতে কোনও নতুন অতিথির জন্য খরচ বৃদ্ধি। সব কাজ একটু চিন্তা করে করুন।
বৃষ
নীতি নিয়ে তর্ক বাধতে পারে। আয় ব্যয়ের সমতা ঠিক থাকবে না। বদনাম থেকে সাবধান থাকুন। সময়ের অপেক্ষা করুন, ভাল ফল পাবেন। সম্পত্তি নিয়ে কোনও মামলা।
মিথুন
শরীরের যন্ত্রণা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি। পাওনা আদায় না হওয়ার জন্য মানসিক চাপ বৃদ্ধি। পড়ে থাকা কাজ হওয়ার যোগ। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে।
কর্কট
হাড়ের সমস্যায় কষ্ট বৃদ্ধি। সন্তানের ভাল কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। গাছপালা নিয়ে যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য ভাল সময় আসছে। ভাল কাজ করার জন্য সুনাম।
সিংহ
আজ কোনও কাজের ব্যাপারে অপরের কাছে নীচু হতে পারেন। পাশের বাড়ির লোকের সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে কোনও অশান্তির জন্য কাজে ক্ষতি। খরচের ব্যাপারে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।
কন্যা
বাড়িতে কোনও মাঙ্গলিক সংবাদ আসতে পারে। শরীরে অতিরিক্ত কাজের চাপের জন্য দুর্বল ভাব, আইনি ব্যবস্থায় আজ খুব ভাল ফল পাবেন। বন্ধুর জন্য কাজের ব্যবস্থা হতে পারে।
তুলা
আজ আয় বাড়তে পারে। তবে খরচ আরও বেশি হবে। শত্রুর কারণে ভয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান থাকুন। শরীরে রোগ বাড়তে পারে। পিতার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার।
বৃশ্চিক
একটু সাবধানে চলুন। রক্তপাতের যোগ। পুলিশ থেকে সাবধান। বাতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। স্বজনের সঙ্গে কোনও সম্পত্তি নিয়ে বিবাদ। স্ত্রী নিয়ে বিবাদ।
ধনু
নতুন কোনও কাজে সাফল্য লাভ। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। সাহিত্যিকদের জন্য শুভ খবর আসতে পারে। মাথার যন্ত্রণার জন্য কাজের ক্ষতি। বাড়তি আয় করতে গিয়ে ক্ষতি হতে পারে।
মকর
ভাল ও খারাপ দুই নিয়ে আজ চলতে হবে। কোনও বিবাদের কারণে মনের চাপ বৃদ্ধি। অতিরিক্ত খরচের জন্য ব্যবসায় ব্যাঘাত। শরীরের কষ্ট বাড়তে পারে। অতিরিক্ত রাগে লোকসান।
কুম্ভ
বিবাহিত জীবনে বিবাদ। ভাল কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় চুরির থেকে সাবধান থাকুন। মধুর কথাবার্তার জন্য বিপদ থেকে উদ্ধার। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন।
মীন
কথাবার্তা খুব বেশি বলবার জন্য বিপদ। কাজের চিন্তা বাড়তে পারে। আর্থিক ব্যাপারে চাপ বৃদ্ধি। গবেষণাতে সাফল্য লাভ। সন্তানের আবদার পূরণে মনের আনন্দ। ব্যবসা খারাপ যাবে না।