সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সরু গর্তের ভিতর দিয়ে তীব্রবেগে উঠে আসছে জল। ফুটছে টগবগ করে।সন্দেহের বশে একজন পাটকাঠির মাথায় আগুন ধরিয়ে জলের উপর নিয়ে যেতেই অবাক কান্ড!

জলের উপরিভাগ জ্বলে উঠল!এ যেন জলে আগুন!আর এই ছবি দেখেই হতবাক হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার গোপালনগরের কল্যাণপুর গ্রাম।

স্থানীয় এক বাসিন্দার বাড়িতে নলকূপ বসানোর সময়ই ঘটে এই কাণ্ড! জলে আগুনের খবর  দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে!



গঙ্গানন্দপুর পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল বলেছেন, আমরা বিষয়টি বিডিও, এসডিও-কে জানিয়েছি।

বিশেষজ্ঞরা বলছেন, এ কোনও ভুতুড়ে বিষয় নয়, এর পেছনে আছে শুধুই বিজ্ঞান! তাঁরা বলছেন, কোনও কারণে প্রাকৃতিক কোনও গ্যাস জমেছিল। সবচেয়ে ভালো হবে, ওএনজিসি বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তারা যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা করে দেখতে পারে।

গ্রামবাসীরা এখনও অবশ্য অবাক চোখেই জলে আগুন দেখে চলেছেন!