বীরভূম: বোলপুরের তৃণমূল কর্মীদের গাড়ি ও বাইক ভাঙচুরের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেফতারের জন্য গতকালই ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে সময়সীমা বেঁধে দেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করলে গ্রামে ঢুকে তাঁদের বাড়িতে ভাঙচুর করা হবে বলেও হুমকি দেন তিনি। এর পরই রাতে গ্রামে ঢুকে তল্লাশি অভিযান চালায় পুলিশ। বোলপুরের শিবপুর মৌজায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা হাট ও গীতাঞ্জলী আবাসন প্রকল্পের জন্য ২০০ একরেরও বেশি জমি অধিগ্রহণ করছে রাজ্য। কিন্তু, ওই জমিতে শিল্পের দাবিতে কৃষকরা আন্দোলন শুরু করায় বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অনিচ্ছুক কৃষকদের সভায় যোগ দিতে বোলপুরের জিলিপি মোড়ে পৌঁছন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিসের সামনে তাঁদেরও হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন অনুব্রত মণ্ডল।