বোলপুর: বোলপুরে শিল্প না হলে জমি ফেরতের দাবিতে বোলপুরের শিবপুরে আন্দোলনে কৃষকরা। বাম আমলে ২০০১ সালে শিল্প গড়ার জন্যে, শিবপুরে ৩০০ একর জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু সেই জমিতে কাজ শুরু হয়নি। রাজ্যে পালাবদলের পরে, ২০১৩ সালে মুখ্যমন্ত্রী এই জমিতে স্মার্ট সিটি তৈরি হবে বলে ঘোষণা করেন। সেই কাজও শুরু হয়নি।চলতি মাসের ৯ তারিখ বোলপুরে গিয়ে শিবপুরের অধিগৃহীত জমিতে গীতবিতান টাউনশিপ তৈরি হবে বলে জানান পুর ও নগরোন্নয়ন দফতরের মুখ্য সচিব দেবাশিস সেন। এরপরই শিল্প না হলে জমি ফেরতের দাবিতে আজ থেকে আন্দোলন শুরু করেছেন কৃষকরা।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট সিঙ্গুরে টাটাদের কারখানার জন্য বাম আমলে জমি অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে তা কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায়ের পরই বর্ধমানে মিষ্টি হাবের জন্য অধিগৃহীত জমি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘হাব’-এর জন্য অন্যত্র জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
দুদিন আগেই রাজারহাটেও জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাঁরা হিডকোর অফিসে স্মারকলিপি জমা দেন।
বোলপুরে শিল্প না হলে জমি ফেরতের দাবিতে আন্দোলনে কৃষকরা
ABP Ananda, web desk
Updated at:
21 Sep 2016 03:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -